Ads

কৃত্রিম সূর্য বানানোর পর এবার কৃত্রিম চাঁদও বানালো চীন!

 কৃত্রিম সূর্য বানানোর পর এবার কৃত্রিম চাঁদও বানালো চীন!


কৃত্রিম চাঁদ বানিয়েছে এটি কোনো কল্পনিক গল্প নয়।বরং কল্পনাকে বাস্তব করে কৃত্রিম চাঁদ বানিয়েছে চীন!কৃত্রিম এই চাঁদ টি চীনের জিয়াংশু প্রদেশের পূর্ব দিকে শুঝাউ শহরে বানিয়েছে ।


এর আগে কৃত্রিম সূর্য বানিয়েছে চীন,এটি সাধারণত গণমাধ্যমের প্রকাশিত হয়েছে অনেক আগেই।


বিশ্বের প্রথম কৃত্রিম চাঁদ চীনের মহাকাশ গবেষণা সংস্থার উদ্যোগে পৃথিবীতে বানানো হয়েছে ।চীন দেশের চীনা দৈনিক ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছেন, এই অসাধ্য'সাধন সম্ভব হয়েছে প্রকল্পের কর্ণধার, ‘চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজি’র অধ্যাপক লি' রুইলিন এর জন্য।এই কৃত্রিম চাঁদ মূলত তার ই মস্তিষ্ক'প্রসূত ।তাদের লক্ষ্য চাঁদে মানুষ নামানো'র প্রস্তুতি শুরু করা। 


তবে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে যে, পৃথিবীর উপগ্রহে ভরশূন্য অবস্থায় দীর্ঘক্ষণ থাকতে হলে কী কী অসুবিধা হতে পারে।  বায়ুমন্ডল না থাকাই সূর্য থেকে প্রতি মুহূর্তে ছুটে গ্রান্মা-রশ্মির ঝাপটা থেকে,এই চাঁদে নামা নভোচারীদের কীভাবে বাঁচানো যেতে পারে।। তবে যে চাঁদে আগেই জেনে'বুঝে নেওয়া সম্ভব হতে পারে,কোথায় কোথায় বরফের নিচে এখনো পানি রয়েছে।এবং তা চাঁদের কোন কোন জায়গায় ঠিক কী পরিমাণে বরফ বা বরফগলা পানি আছে।


লি-চিনা দৈনিক টি কে বলেছেন যে, এর কারণে আগামী দিনে চাঁদের কোথায় নেমে মহাকাশচারীরা দীর্ঘ দিন ধরে  থাকতে পারবেন।যার ফলে গবেষণা এবং অন্যান্য কাজে পৃথিবী থেকে'ই বুঝে ফেলা সম্ভব হবে।  


চীনের বানানো এই চাঁদে ভরশূন্য অবস্থায় থাকা যাবে । তবে এই চাঁদের সামান্য হলেও মাধ্যাকর্ষণ বল রয়েছে ।এই চাঁদে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ছয় ভাগের মাত্র এক ভাগ রয়েছে


যার ফলে একে ভরশূন্য অবস্থা' বলা যেতে পারে। চীনের বানানো এই কৃত্রিম চাঁদের ব্যাস আদত চাঁদের মতো নয় ।এই চাঁদে থাকবে আসল চাঁদের পাথর এবং ধুলোবালি। যেটির ভার নেই বলা যায়। বরং এটি মূলত হালকা।


আরও পড়ুন— Gionee G13 Pro—দেখতে আইফোন এর মতো ! খুব কম দামে লঞ্চ হলো জিওনি জি১৩ প্রো, বিস্তারিত দেখে নিন—


আরও পড়ুন— আইটেলের ফাস্ট চার্জিং স্মার্টফোন ভিশন ৩ - আইটেলের সাশ্রয়ী দামের ফাস্ট চার্জিং স্মার্টফোন| ফোনের চার্জ নিয়ে যা জেনে রাখবেন |কোন কোম্পানির চার্জার ভালো। সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে।


আরও পড়ুন—২০২৩ সালে লঞ্চ হতে যাচ্ছে আইফোন ১৫ প্রো।আইফোন ১৫ প্রো 5X Zoom


আরও পড়ুন —সেক্সি ভাবি বা বৌদি পটানোর সহজ উপায় ও কৌশল।ফেসবুকে ভাবিকে পটানোর উপায়।ফেসবুক মেসেঞ্জারে বৌদিকে পটানোর উপায়।বৌদি পটানোর কবিতা।মোবাইল ফোনে বৌদি পটানোর উপায়।Post a Comment

0 Comments