Ads

প্রতারণাই পেশা মামা-ভাগ্নের-ঃ—খণ্ড নাটক 'মামা ভাগ্নে ৪২০'

 

প্রতারণাই পেশা মামা-ভাগ্নের-ঃ—খণ্ড নাটক 'মামা ভাগ্নে ৪২০'


খণ্ড নাটক —মামা ভাগ্নে ৪২০মামা জমসেদ এবং ভাগ্নে মোকছেদ । যাদের মূল পেশা মানুষের চোখে ধুলো দিয়ে আয় করা! তবেই তাদের এই প্রতারণার পথ বেছে নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে গভীর এক অসহায়ত্বের গল্প


এমনই একটি গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ❝মামা ভাগ্নে ৪২০❞। গোলাম সারোয়ার অনিক এর রচনায় নিজের চিত্রনাট্যে নাটক টি পরিচালনা করেছেন "এসআর মজুমদার"।


 

সিএমভি'র ব্যানারে নাটক'টি তে মামা জমসেদের চরিত্রে "ফারুক আহমেদ" এবং  ভাগ্নে মোকছেদের চরিত্রে "ফারহান আহমেদ জোভান" অভিনয় করেছেন । এই ছাড়া আরও রয়েছেন ❝কেয়া পায়েল,শাহবাজ সানী,তনুশ্রী তন্নি❞ প্রমুখ।


নাটক টি নিয়ে নির্মাতা বলেন, "মামা-ভাগ্নে দুই’জন নানা পরিচয়ে নানান জায়গায় ছদ্মবেশ ধরে সবার সাথে ঠকবাজি করে বেড়ায়"। এর মধ্যে রয়েছে প্রেম এবং পারিবারিক অসহায়ত্বের গল্প ।


আমরা পূর্ণ চেষ্টা করেছি মজার কিছু প্রতারণার গল্প নিয়ে একটি মানবিক নাটক চিত্র নির্মাণ করতে।  


তিনি আরও বলেন যে, দিন শেষে গল্প টি মানবিক। নাটক টি দর্শকদের অবশ্যই ভালো লাগবে।


প্রযোজক "এস কে সাহেদ আলী" জানান যে, ❝শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে❞ "মামা ভাগ্নে ৪২০" প্রকাশিত হবে ।এছাড়াও পাশাপাশি প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল "বাংলাভিশনে"।


 

Post a Comment

0 Comments